কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমানা পিলার সাদৃশ্য একটি বস্তুসহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেদার ইউনিয়নের বাহের কেদার গ্রামের ফরিদুল ইসলাম ও হিরেন্দ্রগীর।
কচাকাটা থানার পুলিশ জানায়, গত শনিবার মধ্যরাতে রংপুরের র্যাব-১৩ এর সদস্যরা অভিযান চালিয়ে ভাটিকেদার এলাকা থেকে তাঁদের আটক করে। এ সময় তারা সীমানা পিলার সাদৃশ্য একটি বস্তু প্রতারণার মাধ্যমে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। পরে বস্তুটিসহ র্যাব তাঁদের আটক করে। পরে গত রোববার সন্ধ্যায় কচাকাটা থানায় তাঁদের নামে একটি মামলা দায়ের করে র্যাব। কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।