আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একই রাতে পৌর কাউন্সিলরের অফিসসহ চারটি কাপড়ের দোকানে অভিনব কায়দায় চুরি হয়েছে। গত রোববার রাতে পৌরশহরের সড়ক বাজারের খাদেম মার্কেটে এ ঘটনা ঘটে। এ সময় চোরেরা নগদ টাকাসহ অন্তত লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়।
সিসিটিভির ফুটেজে চোরকে সাটার ভেঙে ভেতরে ঢুকতে দেখা যায়।