মানুষের ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত রোবট কি কেবল ধাতব কোনো যন্ত্র? মোটেই তা নয়। গত বছর আফ্রিকান এক প্রজাতির ব্যাঙের স্টিম সেল ব্যবহার করে বিশ্বের প্রথম ‘জীবন্ত’ রোবট আবিষ্কার করেন বিজ্ঞানীরা।
এবার জানা গেল, জেনোবট নামের এক মিলিমিটার প্রস্থ এ রোবটের প্রজননক্ষমতা রয়েছে। তবে অন্যান্য প্রাণী এবং উদ্ভিদে এ ধরনের প্রজনন পদ্ধতি এর আগে কখনো দেখা যায়নি। সম্প্রতি এ তথ্য জানিয়েছেন ভারমুন্ড, টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক দল বিজ্ঞানী।
এ প্রজাতির ব্যাঙের ভ্রূণ ব্যবহার করে পরীক্ষা চালিয়েছিলেন তাঁরা। তবে এমন ঘটনা খুব কম সময়ই ঘটে। পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করে ‘কিনেটিক রেপ্লিকেশন’ নামের এ পদ্ধতি।