হোম > ছাপা সংস্করণ

শুরু হলো ‘এই সময়’, গানে মাতল তারুণ্য

‘এই সময়’ একটি সংগীত উদ্যোগের নাম। এখন থেকে নিয়মিতই থাকবে এই আয়োজন। শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হলো তারই প্রথম অধ্যায়। সময়ের জনপ্রিয় ব্যান্ডগুলোর গানে শহরের এক প্রান্তে নেমে এসেছিল তারুণ্যের আগুনঝরা এক সন্ধ্যা। বেলা ৩টা থেকে শুরু হয় আয়োজন, চলে রাত ৯টা পর্যন্ত। অ্যাকুয়িস্টিকের উদ্যোগে এ কনসার্টে গেয়েছে মেঘদল, আভাস, সোনার বাংলা সার্কাস, সহজিয়া, শহরতলী, বাংলা ফাইভ ও আপেক্ষিক ব্যান্ড।

কনসার্টের সমন্বয়ক সৈকত বিশ্বাস টুটুল বলেন, ‘দেশের প্রতিষ্ঠিত ব্যান্ডগুলোর কিছুটা বাইরে এসে যেসব ব্যান্ডের গানে সময়ের নতুন ভাষ্য উঠে আসছে, তাদের নিয়ে আমাদের এই যাত্রা। প্রথম অধ্যায়ের গানে কিছু সাইকেডেলিক ব্যান্ড নিয়ে আমরা প্রথম আয়োজনটি করেছি।’ টুটুল জানান, এ আয়োজনে সামনের দিনগুলোতে নতুন নতুন ব্যান্ড যুক্ত হবে। রাজধানী ছাড়িয়ে দেশের নানা প্রান্তে কনসার্টের আয়োজন করবে তারা।

গান গেয়ে প্রথমেই মঞ্চ মাতায় ‘আপেক্ষিক’ ব্যান্ড। ‘লেফট রাইট’ দিয়ে শুরু করে ব্যান্ড বাংলা ফাইভ পরিবেশন করে তাদের শ্রোতানন্দিত গানগুলো। শহরতলীর গানে গান ও কবিতার সমন্বয়, সহজিয়ার ‘ছোট পাখি ছোট পাখি’, ‘সর্বনাশ হয়ে গেছে’র মতো গানে সময়ের ব্যথা জেগে ওঠে তারুণ্যের সম্মিলিত কণ্ঠে। একইভাবে সোনার বাংলা সার্কাস ব্যান্ডের ‘মৃত্যু উৎপাদন কারখানা’ পরিবেশনাটি ছিল মনে 
রাখার মতো।

মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের জনপ্রিয় গান ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’ দিয়ে তানজির তুহিন শুরু করেন আভাস ব্যান্ডের পরিবেশনা। তাঁর গানের কথা ও সুরেও ‘এই সময়’ ফুটে ওঠে দারুণভাবে। সবশেষে মঞ্চে আসে ব্যান্ড ‘মেঘদল’। ‘এসো আমার শহরে না বলা গল্পের ভিড়ে’—এমন আহ্বানে ব্যান্ডের ভোকাল শিবু কুমার শীল আমন্ত্রণ জানান গানে গানে। একে একে ‘কিছু বিষাদ হোক পাখি’ কিংবা ‘নির্বাণ’-এর মতো বেশ কিছু গান দিয়ে শেষ হয় ‘এই সময়: অধ্যায় ১’।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ