দিনাজপুরের বিরামপুরে ১৬ ডিসেম্বর বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে প্রস্তুতিমূলক সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. খায়রুল আলম রাজু, পৌর মেয়র মো. আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শিবেশ কুমার কণ্ডু, নাড়ু গোপাল কণ্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. হবিবর রহমান হাবিব প্রমুখ।