জামালপুরের ইসলামপুর উপজেলায় অগ্নিকাণ্ডে মালামালসহ দোকান ঘর পুড়ে গেছে। গত বুধবার রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা মোল্লা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা গেছে, কড়ইতলা মোল্লা বাজারে মেসার্স শফিকুল ওয়ার্কশপ অ্যান্ড স্যানিটারি নামে ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ইসলামপুর এবং পাশের জেলা শেরপুরের শ্রীবরদী উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মেসার্স শফিকুল ওয়ার্কশপ অ্যান্ড স্যানিটারির স্বত্বাধিকারী শফিকুল ইসলাম বলেন, ‘প্রতিদিনের মতো মালামাল গুছিয়ে রাত বারোটায় দোকানে একাই ঘুমিয়ে পড়ি। গভীর রাতে আশপাশের লোকজনের ডাক–চিৎকারে ঘুম ভাঙলে দোকানের ভেতর আগুন দেখে জ্ঞান হারিয়ে ফেলি। পরবর্তীতে দোকানের পেছনের ছোট দরজা দিয়ে আমাকে বাইরে বের করেন স্থানীয়রা।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ‘আমি ইউপি নির্বাচনের দায়িত্ব পালন করতে উপজেলার বাইরে থাকায় ঘটনাস্থল পরিদর্শন করতে পারিনি।’