হোম > ছাপা সংস্করণ

মৌলিক গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল ক্যাম্পাসে র‍্যালি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শতবর্ষের লোগোযুক্ত টি-শার্ট পরে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা অংশ নিয়েছেন। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে মৌলিক গবেষণা ও উদ্ভাবনী শক্তির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

গতকাল রোববার সকাল ১০টায় প্রতিটি আবাসিক হল থেকে শত শত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অপরাজেয় বাংলার সামনে সমবেত হন। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের নেতৃত্বে কলাভবনের সামনে থেকে শুরু হয় র‍্যালি। র‍্যালিটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সেখানে বাংলাদেশের জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান এবং বিশ্ববিদ্যালয়ের থিম সংয়ের মাধ্যমে কিছুক্ষণ অবস্থানের পর সংক্ষিপ্ত বক্তব্য দেন উপাচার্য মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘আমরা আশা করি সামনের দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্ছ্বাস ও মানবিকতার বিকাশ ঘটাবে। আর এটি হবে বিশ্ববিদ্যালয়ের একমাত্র উপজীব্য এবং শক্তি।’ একই সঙ্গে মৌলিক গবেষণার ওপর গুরুত্বারোপ করে জাতির প্রত্যাশা পূরণে কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য। উপাচার্য বলেন, ‘আমরা শতবর্ষ উদ্‌যাপন করছি এবং পরবর্তী শতবর্ষ উদ্‌যাপনের জন্য আমরা বিশ্ববিদ্যালয়কে প্রস্তুত করব। আমরা গুরুত্বারোপ করব মৌলিক গবেষণা এবং উদ্ভাবনী শক্তির ওপর।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ