ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় শ্রমিকেরা অমানবিক জীবনযাপন করছে জানিয়ে শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস শ্রমিক পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন হালু। নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ায় দেশের মানুষ এখন দিশেহারা জানিয়ে শেখ ছালাউদ্দিন হালু বলেন, ডিজেলের দাম বাড়ার কারণে পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরেক দফা বেড়েছে। অবিলম্বে তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের বর্ধিত দাম প্রত্যাহার করতে হবে। এ ছাড়া শ্রমিকেরা যে বেতন পান তাতে তাঁদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৬ হাজার টাকা করতে হবে।
এতে আরও রাখেন ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব মুক্তিযোদ্ধা আব্দুল হাই মণ্ডল, ন্যাশনাল পিপলস শ্রমিক পার্টির আহ্বায়ক আবুল কালাম জুয়েল প্রমুখ।