দিনাজপুরের ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের ওপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিবনগর ইউপির সদস্যরা।
গতকাল বুধবার সকাল থেকে কর্মবিরতি শুরু করে ইউপি কার্যালয়ের সব কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে করে কার্যক্রম বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন সেবাপ্রার্থীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, শিবনগর ইউনিয়নের দেবীপুরে আশ্রয়ণ প্রকল্পের রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে ১৮ ডিসেম্বর শংকরপুর গ্রামের আক্তারুজ্জামান কোদাল দিয়ে ইউপি সদস্য শাহিন সরদারের মাথায় কোপ দেন। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর প্রতিবাদে গতকাল কর্মবিরতিতে যাওয়া হয়। ইউপি সদস্য দিলীপ চন্দ্র রায় বলেন, ‘মূল অভিযুক্ত গ্রেপ্তার না হলে প্রয়োজনে উপজেলার সাত ইউপির ৮৪ সদস্যকে নিয়ে কর্মবিরতি পালন করা হবে।’
ভুক্তভোগী শাহিন সরদার বলেন, ‘সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছি। আক্তারুজ্জামানের বিচার না হলে জনপ্রতিনিধিরা সরকারের যেকোনো প্রকল্পের কাজে আস্থা হারাবে।’
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন, ‘দুই পক্ষকে ডাকা হয়েছে। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’