মাগুরায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ী ১৮ শিশু শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় জেলা শিশু কর্মকর্তা আহম্মদ আল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকায়না।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান।