বরিশালের গৌরনদীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেলে পৌরসভার দিয়াশুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শফিক হিজড়ার (তৃতীয় লিঙ্গ) ছদ্মবেশে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ২০১৪ সালের মাদক মামলার পলাতক আসামি শফিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি টিকাসার গ্রামের বাসিন্দা। শফিকের ভাই তাঁকে (শফিককে) শনাক্ত করেছে জানিয়ে ওসি আরও বলেন, সম্প্রতি তাঁর অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেছেন।
রায়ে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।