শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসে অর্ধেক ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বেসরকারি বাসে তা কার্যকর হবে কি না, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। গত বৃহস্পতিবার বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সঙ্গে বৈঠকে এ বিষয়ে প্রস্তাবনা চেয়েছিল বিআরটিএ। বিষয়টি নিয়ে আজ শনিবার আবারও মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে বিআরটিএ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার আজকের পত্রিকাকে জানান, আজকের বৈঠকে মালিক সমিতির পক্ষ থেকে প্রস্তাবনা উপস্থাপন করা হবে। এ নিয়ে বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।
জানতে চাইলে মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা বলেন, সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিআরটিএর সঙ্গে বৈঠক করবে। সেখানে মালিকদের প্রস্তাবনা জানানো হবে। সরকার কী চায়, সেটাও আমরা জানতে চাই। বিআরটিএর কথা শুনে তারপর সিদ্ধান্ত নেব, আগে নয়। রাঙ্গা আরও বলেন, তেল ও গাড়ির যন্ত্রাংশের দাম বেড়েছে। এখন অর্ধেক ভাড়া নিতে হলে তো গাড়িই দিয়ে আসতে হবে।