হোম > ছাপা সংস্করণ

মধ্যরাতে আগুনে পুড়ল ১৩ দোকান

মনোহরগঞ্জ প্রতিনিধি

মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের সিকচাইল বাজারে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল আমীন ভূঁইয়া জানান, রাত ২টার দিকে সিকচাইল বাজারের একটি দোকানে আগুন দেখতে পান নৈশপ্রহরী ও উপস্থিত লোকজনেরা। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে। এ সময় নৈশপ্রহরীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ওষুধ, স্টেশনারি, চা-দোকান, কনফেকশনারি দোকান রয়েছে। এ ঘটনায় দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মালামাল পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানিদের।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন মাকসুদ বলেন, ‘আবদুল হাইয়ের ভ্যারাইটিজ স্টোরে প্রথম আগুন জ্বলতে দেখি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া হোসেন বলেন, ‘আমরা সেখানে গিয়েছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ