মির্জাপুরে দুই কেজি গাঁজাসহ আবু তাহের (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোড়াই ক্যাডেট কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাঁর নামে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আবু তাহের ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার আবু তাহের উপজেলার গোড়াই মঈননগর এলাকার সোহরাব হোসেনের বাসায় ভাড়া থেকে কলার ব্যবসা করতেন। আসলে কলার ব্যবসার আড়ালে দীর্ঘ দিন ধরে সে গাঁজা ক্রয়-বিক্রয় করতেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।