নানা আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল ফয়সালের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামীম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমিরুল ইসলাম সুমন, বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের উপদেষ্টা আ. মতিন, মনিরুজ্জামান লিমন, রহমতুল্লাহ, মিঠুন চন্দ্র দেবনাথ ও সদস্য কার্য নির্বাহী পরিষদ রাকিবুস সুলতান রাসেল, সোহেল রানা সুমন, মাসুদ রানা মুন্না, আ. রহমান নবাব, আজাদ আল শামস প্রমুখ বক্তব্য রাখেন।
২০১৮ সালে ১৮ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন যাত্রা শুরু করে। এরপর থেকে এলাকাসহ পুরো জেলায় রোগীদের বিনা মূল্যে রক্ত দানের কাজ করে আসছে।