ভারতের রাজধানী দিল্লির রোহিনি জেলা আদালত এবার কেঁপে উঠল বিস্ফোরণে। গতকাল বৃহস্পতিবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন একজন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর এই আদালত চত্বরেই প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক সন্ত্রাসীসহ প্রাণ হারিয়েছিলেন তিনজন।
অন্যান্য দিনের মতো গতকালও পুরোদমে চলছিল রোহিনি আদালতের কার্যক্রম। কিন্তু বেলা ১১টায় হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে আদালত চত্বর। বিস্ফোরণের বিকট শব্দে থমকে যায় সমস্ত কাজ। প্রাথমিকভাবে সন্দেহ হয়েছিল, ল্যাপটপ বিস্ফোরণ। কিন্তু পরবর্তী সময়ে পুলিশ জানতে পারে, পরিত্যক্ত একটি ব্যাগ থেকেই বিস্ফোরণ ঘটেছে। কিন্তু ব্যাগটি আদালত চত্বরে কীভাবে এসেছে, তা এখনো জানা যায়নি।
স্থানীয় পুলিশ পরিদর্শক প্রণব টয়াল জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে ব্যাগটি কীভাবে আদালতে এলো তার তদন্ত শুরু হয়েছে।