হোম > ছাপা সংস্করণ

ভিসা বাতিল করায় খেপলেন সঞ্জয় দত্ত

তবে আসলেই সেটা হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ, এ সিনেমার শুটিং হবে যুক্তরাজ্যে। এরই মধ্যে যুক্তরাজ্য সঞ্জয়ের ভিসা বাতিল করেছে। ফলে শুটিংয়ের জন্য সেখানে যেতে পারছেন না অভিনেতা।

জানা গেছে, ১৯৯৩ সালে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন সঞ্জয়। এর পর থেকে কখনো যুক্তরাজ্যে যেতে পারেননি তিনি। যতবারই আবেদন করেছেন, ফিরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এবার সে দেশের সবুজ সংকেত পেয়েই ভিসার আবেদন করেছিলেন তিনি। ভিসাও দেওয়া হয়েছিল। তবে হঠাৎই তা বাতিল করা হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সঞ্জয় দত্ত।

বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় জানিয়েছেন, তাঁর প্রতি অন্যায় করা হয়েছে। শোনা যাচ্ছে, যেহেতু সঞ্জয় ভিসা পাননি, তাই সঞ্জয়কে সরিয়ে সন অব সরদার টুতে নেওয়া হয়েছে রবি কিষানকে। এ বিষয়ে সঞ্জয় জানান, তিনি এমন কিছু শোনেননি। তিনি বলেন, ‘আমি কোনো কিছু থেকে বাদ পড়িনি। তবে এটা সত্যি, যুক্তরাজ্য আমার সঙ্গে অন্যায় করেছে। তাদের উচিত এটা সংশোধন করা। আমি সব সময় আইনের প্রতি অনুগত। আইন মেনে চলি, প্রত্যেক দেশের আইনকে সম্মান করি।’

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, যুক্তরাজ্যের ভিসা না পেলেও সন অব সরদার টুতে থাকবেন সঞ্জয় দত্ত। যুক্তরাজ্যের শুটিং শেষে ভারতে ফিরলে সেখানে তাঁর অংশের শুটিং করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ