জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কামরুন্নাহার শেফা যোগদান করেছেন। গত রোববার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুন মুন জাহান লিজার কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন তিনি।
এর আগে নব নিযুক্ত ইউএনও উপজেলা কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান দেওয়ানগঞ্জ অফিসার্স ক্লাবের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুন মুন জাহান লিজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
ইউএনও কামরুন্নাহার শেফা এর আগে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।