হোম > ছাপা সংস্করণ

জনগণ ভোটাধিকার ফিরে পাবেন

মাদারীপুর প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হবে। জনগণ ভোটাধিকার ফিরে পাবে। যত বাধাই আসুক, তা প্রতিহত করব হবে বলে জানিয়েছেন সভায় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। গতকাল শনিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘ইভিএমে ভোটের বিষয় নিয়ে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে নিয়ে বসা হবে। আর অনেকে বলেন, এক জায়গায় ভোট দিলে অন্য জায়গায় চলে যায়। এ ধরনের ভ্রান্ত ধারণা মানুষের মধ্য হতে দূর করতে হবে। আমাদের ইভিএম মেশিনের মত সেরা মেশিন পৃথিবীর কোথাও নেই। রাজনৈতিক প্রতিটি দলে আইটি বিশেষজ্ঞ আছেন, তাঁদের এ মেশিন দেখানো হবে। তাঁদের হাতে ছেড়ে দেওয়া হবে, কোথায় ভুল আছে দেখাক? ইভিএমে ভুল বের করতে পারলে প্রধান নির্বাচন কমিশনার ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।’

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আরও বলেন, ‘জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো কাজ করা যাবে না। ব্যাংকে হিসাব খোলা, জমি দলিল, মোবাইলের সিম ক্রয়, পাসপোর্টসহ অনেক কাজে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র লাগে। এ জন্য ভোটার তালিকা হালনাগাদকে গুরুত্ব দিতে হবে। যারা ভোটার হালনাগাদের তথ্য কম্পিউটারে এন্ট্রি দেবেন, তাঁরা খুব সতর্কতার সঙ্গে মানুষের নাম ঠিকানা লিখবেন। যাতে ভুল তথ্য না আসে।

মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ঝোটন চন্দের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ