নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল সিলেটে সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রেজিস্টারি মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।
মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি।
এ সময় তিনি বলেন, চার নভেম্বর থেকে সরকার প্রতি লিটার জ্বালানি তেলের মূল্য ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করেছে, যা শতকরা হিসেবে ২৩ শতাংশ। তারই ধারাবাহিকতায় এখন গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। গণপরিবহন তথা যাত্রীবাহী বাসে গড়ে ভাড়া বাড়ানো হয়েছে ২৭ শতাংশ এবং লঞ্চে ভাড়া বাড়ানো হয়েছে ৩৫.২৯ শতাংশ। তেলের দাম ২৩ শতাংশ বাড়ালেও বাসের ভাড়া বাড়ানো হয়েছে তার চেয়ে অনেক বেশি। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীসহ সব ধরনের পণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য দেন মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মহানগর সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, যুগ্ম-আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল গণি আরেফিন জিল্লুর, যুগ্ম-আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম-আহ্বায়ক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।