হোম > ছাপা সংস্করণ

বইমেলার মাধ্যমে পড়ায় উৎসাহী করতে হবে

বান্দরবান প্রতিনিধি

বই মেলাকে তৃণমূল পর্যায়েও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ। বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। গতকাল শনিবার দুপুরে মেলা প্রাঙ্গণে সভা মঞ্চে আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এবিএম আজাদ বলেন, ‘সম্প্রতি সময়ে মানুষ বই পড়ার প্রতি কিছুটা আগ্রহ কম দেখাচ্ছে, বই মেলা আয়োজনের মাধ্যমে বই পড়ার প্রতি উৎসাহ সৃষ্টি করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আমরা যতই ব্যস্ত হই না কেন, শেষ পর্যন্ত আমাদের বই পড়তেই হয়। কেননা, জন্ম নেওয়ার পর আমাদের প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য বই-ই ভরসা। বই পড়েই আমরা জ্ঞান অর্জন করি, সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফরাজী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর প্রমুখ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত ৪ দিনব্যাপী বই মেলা গতকাল তিন দিনেই শেষ করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, বই মেলায় মোট ৩০টি স্টল বসে। সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসন এই বই মেলা আয়োজন করে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ