বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে সংবাদিকদের কেন্দ্রে ঢোকায় বাধা দেওয়া অভিযোগ পাওয়া গেছে। রাজনগর ইউপি নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালেখার বেড় প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর পরিচয়পত্র ছিল না।
অভিযুক্ত প্রিসাইডিং কর্মকর্তা মো. মিজানুর রহমান শেখ বলেন, সকালে এসে ব্যস্ত হয়ে পড়ায় সবাইকে পরিচয়পত্র দিতে পারেননি। তবে তিনি ওই কেন্দের বৈধ কর্মকর্তা বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।