স্বাধীনতার ৫০ বছর ও বিজয় দিবস উপলক্ষে আগামীকাল রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। এসব অনুষ্ঠানে বিশেষ চমক হিসেবে থাকছে কনসার্ট। এখন পর্যন্ত রাজধানীর তিনটি স্থানে কনসার্টের খবর পাওয়া গেছে—মানিক মিয়া অ্যাভিনিউ, হাতিরঝিল ও ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে। দেশের বিখ্যাত সংগীতশিল্পীরা গাইবেন এসব কনসার্টে।
এ আয়োজনের মাধ্যমে অনেক দিন পর বড় আকারের কোনো কনসার্টে দেখা যাবে হাসানকে। একসময়ের তুমুল জনপ্রিয় এই ব্যান্ডতারকা ইদানীং খানিকটা আড়ালে থাকলেও শ্রোতাদের কথা ভেবেই মঞ্চে ফিরছেন তিনি। জেমসের সঙ্গে অনেক দিন পর একই কনসার্টে গাইবেন—বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। ‘সুইটি’, ‘যারে উড়ে যা’, ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, ‘প্রশ্ন’সহ নিজের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন হাসান।
অন্যদিকে রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে বিজয় দিবস উপলক্ষে চলবে দিনব্যাপী নানা আয়োজন। সন্ধ্যার পর গান শোনাতে দর্শকদের সামনে আসবে জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’। তিনটি কনসার্টই সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।