বিএনপি গণতন্ত্র নয়, অস্ত্রের রাজনীতি বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘অস্ত্রের ওপর ভর করে, লাশের ওপর পা রেখে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছে। লাশের ওপর পা রেখেই ক্ষমতায় টিকে ছিল। খালেদা জিয়াও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে।’
গতকাল চট্টগ্রামের শহীদ শেখ রাসেল পার্কে আয়োজিত সিএমএসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হাছান মাহমুদ ভাষায়, ‘মহাসমুদ্রে জাহাজ যখন থাকে, তখন সব সময় কূলে আসার জন্য নাবিকরা আলো খোঁজেন। বিএনপির অবস্থাও এমন।’
চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী প্রমুখ।