হোম > ছাপা সংস্করণ

যথাসময়ে শেষ হবে আশ্রয়ণ প্রকল্পের কাজ: আইনমন্ত্রী

কসবা ও আখাউড়া প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘যথাসময়ে শেষ হবে গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্পের কাজ। এখানে বসবাসকারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।’

গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ার কসবার মনকাশাইর এলাকায় নির্মিতব্য দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি পরিদর্শন বইয়ে তাঁর মতামত পেশ করেন এবং প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, সহকারী কমিশনার (ভূমি) সনজীব সরকার, কসবা পৌরমেয়র গোলাম হাক্কানী প্রমুখ।

একই দিনে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে দলের সবাই সহযোগিতা করে প্রত্যেক ইউনিয়নে নতুন কমিটি গঠন করার কথা বলেন। এর মাধ্যমে দলকে আরও গতিশীল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম প্রমুখ।

এর আগে মন্ত্রী রেলযোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এসে পৌঁছালে ফুল দিয়ে বরণ করে নেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ