মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম লিংকন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত বুধবার রাত ৮টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক জানান, লিংকনসহ তিনজন সদর উপজেলার মঠেরবাজার এলাকা থেকে মোটরসাইকেলযোগে মাদারীপুর শহরে ফিরছিলেন। তাঁরা খোয়াজপুরের মধ্যেরচর এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিংকনসহ তিনজন গুরুতর আহত হন। প্রাথমিকভাবে তাঁদের মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে লিংকনের অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা যুবলীগের সভাপতি আতাহার সর্দার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিত হোসেন প্রমুখ।
লিংকন সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের উকিলবাড়ির আনোয়ার হোসেনের ছেলে। লিংকনের পরিবার বর্তমানে মাদারীপুর পৌর শহরের বাগেরপাড় এলাকায় বসবাস করছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইটেরপুর মিলগেট মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।