হোম > ছাপা সংস্করণ

চাঁপাইয়ে শেষ হলো দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে শিল্প সংস্কৃতির আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দুই দিনব্যাপী চলা জেলা সাংস্কৃতিক উৎসব-২০২১ শেষ হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে এ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলামের সভাপতিত্বে গত বুধবার এ উৎসবের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম জেসি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সাল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘একটা জাতির গৌরব, অর্জিত ইতিহাসের জন্ম হয় তাদের সংস্কৃতির হাত ধরে। জাতিগঠনের মূলভিত্তি আমাদের সংস্কৃতি। সমাজে যত সংস্কৃতিচর্চা হবে তত সমাজ উন্নত হবে। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই নেতৃত্ব আমাদের কাছে এনে দিয়েছেন। এখন আমাদের সচেতন হতে হবে, সাংস্কৃতিক ক্ষেত্রকে আরও এগিয়ে নিতে হবে।

বক্তারা আরও বলেন, এ দেশ থেকে মৌলবাদ ও জঙ্গিবাদ নির্মূল ঘটাতে সাংস্কৃতিক বিপ্লব অপরিহার্য।

এ ছাড়া গত বুধবার রাতে এবং গতকাল বৃহস্পতিবার দিনভর নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের মেলবন্ধনে পরিণত হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ