ডা. গোলাম মোস্তফাকে সভাপতি, প্রভাষক মশিউর রহমানকে সাধারণ সম্পাদক ও উৎপল দে’কে সাংগঠনিক সম্পাদক করে কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
তাঁদের নেতৃত্বে ১৭ সদস্যের কমিটিকে আগামী দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়।
গত বুধবার রাতে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে জোটের দ্বিবার্ষিক সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহসভাপতি করা হয়েছে ইন্দ্রজিৎ হালদার, আব্দুস সাত্তার খান, শেখ শাহীন ও মদন সাহা অপু, সহসম্পাদক উজ্জ্বল ব্যানার্জি, অলোক বসু, প্রদীপ বসু পল্টু ও অনুপম মোদককে।
কোষাধ্যক্ষ সুমন মজুমদার, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মঞ্জুরুল হোসেন ডাবলু, দপ্তর সম্পাদক বিদ্যুৎ মণ্ডল, সদস্য আব্দুল মজিদ ও শ্রাবন্তী রায় দে। ১৭ সদস্যের এ কমিটির অনুমোদন দিয়েছে যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।
সম্মেলনের প্রথম পর্বের অধিবেশনে উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি তরিকুল ইসলাম তারু, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব এবং জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম।
সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নবগঠিত কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করান যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু।