কুমিল্লায় আরও একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত বুধবার বিকেল ৫টা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ শনাক্ত হয়। এই সময়ে কেউ মারা যাননি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, ওই ২৪ ঘণ্টায় ৩৫৮ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে করোনাভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন একজন। শনাক্তের হার শূন্য দশমিক ৩ শতাংশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় পরীক্ষার জন্য ১ লাখ ৯২ হাজার ৩৫৯ জনের করোনার নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ১ লাখ ৯১ হাজার ৫১৪ জনের। এর মধ্যে ৩৯ হাজার ৫২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৪৯০ জন। আর মারা গেছেন ৯৫৩ জন।