হোম > ছাপা সংস্করণ

সার্ভার বন্ধ, ফেরত গেল ৬৮ লাখ টাকা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

সার্ভার বন্ধ হয়ে যাওয়ায় রংপুরের মিঠাপুকুর থেকে আবারও ফেরত গেল বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) টাকা। এর আগেও দুবার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে না পারায় বরাদ্দ পাওয়া টাকা ফেরত গেছে।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মজনু মিয়া আজকের পত্রিকাকে বলেন, গত অর্থবছরের শেষ দিন নির্ধারণ করা ছিল ২৮ জুন রাত ১২টা পর্যন্ত। উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে ২৮ জুন শেষ মুহূর্তে উন্নয়ন প্রকল্পের বিল দাখিল করা হয়েছিল। অর্থ ছাড়ের চেষ্টা করা হয়েছিল, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সার্ভার বন্ধ হয়ে যাওয়ায় উন্নয়ন প্রকল্পের অনুকূলে দাখিল করা বিল ছাড় করা সম্ভব হয়নি। এ কারণে এডিপির ৬৮ লাখ ৫৪ হাজার টাকা ফেরত চলে যায়।

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে উপজেলায় বার্ষিক উন্নয়ন প্রকল্পে (এডিপি) বরাদ্দ ছিল ১ কোটি ২০ লাখ টাকা। বরাদ্দ পাওয়া টাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পগুলোর মধ্যে ৯টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ ছিল ৬৮ লাখ ৫৪ হাজার টাকা। ৯টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ৬টি ঠিকাদারের মাধ্যমে ও ৩টি প্রকল্প কমিটি দিয়ে বাস্তবায়ন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা আজকের পত্রিকাকে বলেন, ‘ঠিকাদারেরা কাজ করেছেন। তাঁদের তো বিল দিতেই হবে। সার্ভার বন্ধ হয়ে যাওয়ায় হিসাবরক্ষণ বিভাগ অর্থ ছাড় করতে পারেনি। তবে অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। সমস্যার সমাধান হবে বলে আশাবাদী।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ