সুজন সিংয়ের পরিবারের সদস্য পাঁচজন। তাঁর নিজের জমি নেই। তাই অন্যের জমিতে শ্রমিকের কাজ করেন। এতে যা আয় হতো, তা দিয়েই সংসার চলত। সবদিন কাজ জুটত না। তখন না-খেয়ে থাকতে হতো। নিত্য অভাব অনটনের মধ্যে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। আয়ের কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না।
সুজন সিংকে বিনা মূল্যে ব্যাটারিচালিত ভ্যান দেওয়া হয়েছে। এতে তাঁর মুখে হাসি ফুটেছে। আয়ের পথ খুঁজে পেয়েছেন তিনি। তাঁর মতো আর সাতজন হতদরিদ্র মানুষকে দেওয়া হলো বিনা মূল্যের এই ভ্যান।
তানোর উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর আদিবাসীপাড়ার বাসিন্দা সুজনের মতো তানোরের আটজন দরিদ্র মানুষকে বিনা মূল্যে ভ্যান দিয়েছে ‘ফুড ফর দ্য হাংরি’ নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও)। গতকাল বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এসব গরিব মানুষের হাতে ভ্যান তুলে দেন ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ।