হোম > ছাপা সংস্করণ

কৃষকের ঘরবাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে মশিন্দার দড়ি হাঁসমারী গ্রামে কৃষকের ঘরবাড়ি ভেঙে ডোবায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য আব্দুর রউফের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলা ১০টার দিকে। এ ঘটনায় ইউপি সদস্য আব্দুর রউফ, ভাই কুদ্দুস ও ভাতিজা লিটনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী কৃষক শাহাদত হোসেন।

আসামিরা হলেন—রেজা, রউফ, হালিম, হামেদ, কুদ্দুস, কাজল মোল্লা, লিটন, মাসুদ, আশিক ও রাকিবুল।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, দড়িহাঁসমারী পশ্চিমপাড়া গ্রামের আফসার হোসেনের ছেলে শাহাদত হোসেনের নির্মিত বাড়ির জায়গা নিয়ে বিবাদ ছিল ইউপি সদস্য রউফ ও তাঁর বড় ভাই আব্দুল কুদ্দুসের সঙ্গে। অনেকবার সালিস হওয়ার পরে গত বছর শাহাদত তাঁর দলিল করা জমি ফিরে পান ও বাড়ি করে বাবা মায়ের সঙ্গে বসবাস করে আসছিলেন। কিন্তু ইউপি সদস্য আব্দুর রউফ, তাঁর ভাই, ভাতিজাসহ গতকাল বুধবার ভোরে হঠাৎ হামলা চালিয়ে তাঁদের মারধর করেন এবং ঘরবাড়ি ভাঙচুর করে পাশের ডোবায় ফেলে দেন।

ভুক্তভোগী কৃষক শাহাদত হোসেন বাধা দিলে তাঁকেসহ তাঁর বৃদ্ধ বাবাকে শারীরিকভাবে জখম করে। এ সময় শাহাদতের বাবা আফসার আলীকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এ বিষয়ে আসামি ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধ ছিল তা সালিসে মীমাংসা করা হয়। তাঁদের অন্য জায়গা দেওয়া হয়েছিল, কিন্তু তাঁরা আমার বড় ভাইয়ের জায়গায় বাড়ি করায় আমার ভাই ভতিজারা গিয়ে ঘর ভেঙে দেয়। আমি জরুরি কাজে নাটোর আছি।’

গুরুদাসপুর থানার ওসি মো. মতিন মিয়া বলেন, অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা নেওয়া হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ