হোম > ছাপা সংস্করণ

ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি

টাঙ্গাইল সংবাদদাতা

সম্মানী ভাতা না পাওয়ায় ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ইন্টার্নরত চিকিৎসকেরা। গতকাল সোমবার সকাল ৯টা থেকে তাঁরা কর্মবিরতি পালন শুরু করেন। বুধবার সকাল ৯টা পর্যন্ত এ কর্মবিরতি পালিত হবে বলে জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকেরা।

গতকাল একই দাবিতে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকর সাদেকুর রহমান কাছে স্মারকলিপি পেশ করেন আন্দোলনকারীরা। এ সময় বুধবার ৯টার মধ্যে সম্মানী ভাতা না পেলে আরও কঠোর কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা করেন আন্দোলনকারীরা।

কর্মবিরতি পালন করা ইন্টার্ন চিকিৎসক সানজিদ জাহান সিদ্দিকি বলেন, ‘আমরা ৪৫ জন ইন্টার্ন চিকিৎসক হিসেবে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কাজ করে যাচ্ছি। আমাদের আটজন ছয় মাস ধরে এবং ৩৭ জন দুই মাস ধরে সম্মানী ভাতা পাচ্ছেন না। বিষয়টি নিয়ে আমরা কয়েক মাস ধরে সাদেকুর রহমান ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আলীর সঙ্গে আলোচনা করে যাচ্ছি। কিন্তু আমরা এখনো সম্মানী ভাতা পাচ্ছি না।’

সানজিদ জাহান বলেন, ‘তাই বাধ্য হয়ে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছি। যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের সম্মানী ভাতার ব্যবস্থা না করা হয় তবে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।’

বিষয়টি নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক সাদেকুর রহমান বলেন, ‘তাঁরা কর্মবিরতিতে যাওয়ায় চিকিৎসাসেবা দিতে আমাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। আমরা তাঁদের এই কর্মসূচি প্রত্যাহার করতে অনুরোধ করছি। দ্রুত সম্মানী ভাতা দিতে মন্ত্রণালয়কেও অনুরোধ জানিয়েছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ