গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ত্রি-পল্লি কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়ায় এ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলাউদ্দিন হাওলাদার, কৃষিবিষয়ক সম্পাদক আতিকুজ্জামান খান বাদল, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, কান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধীরেন মধু প্রমুখ উপস্থিত ছিলেন।