মধুপুর বনাঞ্চলের সচেতন তরুণ-তরুণী, জাঙ্গালীয়াবাসী ও বেরীবাইদ ইউনিয়নের যৌথ উদ্যোগে অসাম্প্রদায়িক চেতনায় সাংস্কৃতিক আয়োজন ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার জাঙ্গালীয়া এসডিএ চার্চ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক। বক্তব্য দেন অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দর রহিম প্রমুখ।
আয়োজক কমিটির সমন্বয়ক লিয়াং রিছিল জানান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একে অপরের প্রতি ভালোবাসা, পারস্পরিক মূল্যবোধ, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক উন্নয়ন ও চর্চার সমৃদ্ধি ঘটানোর জন্যই এই আয়োজন করা হয়েছে।