হোম > ছাপা সংস্করণ

নির্বাচনী মহড়ায় হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

মুক্তাগাছা প্রতিনিধি

মুক্তাগাছায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচারণার শুরুতেই সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন এ ঘটনা ঘটে। ঘোগা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শরীফ আহমেদ প্রতীক বরাদ্দের পর মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে তাঁর কর্মীদের ওপর হামলা করা হয়।

এ সময় বেশ কয়েকজন কর্মী আহত হন। মোটরসাইকেল ভাঙচুর ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর প্রতিবাদে নৌকা প্রতীকের সমর্থকেরা কালীবাড়ীতে প্রায় দুই ঘণ্টা ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চেয়ারম্যান প্রার্থী শরীফ আহমেদ বরাদ্দকৃত নির্বাচনী প্রতীক পেয়ে মোটরসাইকেল শোভাযাত্রাসহ নির্বাচনী এলাকায় ফিরছিলেন। উপজেলা পরিষদের সামনে পেছন থেকে বহিরাগত কিছু লোকজন লাঠিসোঁটা নিয়ে শোভাযাত্রায় হামলা চালান।

এতে শাহ আলম (২১), আল আমীন (২০) ও আশিকসহ (২২) কয়েকজন কর্মী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া ৮টি মোটরসাইকেল ভাঙচুর করে ও ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে নৌকা প্রতীকের প্রার্থী শরীফ আহমেদ অভিযোগ করেন।

এর প্রতিবাদে ওই প্রার্থীর কর্মী-সমর্থকেরা নিজ নির্বাচনী এলাকায় ফিরে স্থানীয় কালীবাড়িতে বেলা ১টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় সড়কে দুই পাশে যানজট লেগে যায়। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ও আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

ওসি মাহমুদুল হাসান বলেন, কালীবাড়ী এলাকায় বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। হামলার ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ