হোম > ছাপা সংস্করণ

প্রবাসীদের ‘বিশ্বকাপ’ অ্যাডিলেডে

নিজস্ব প্রতিবেদক, অ্যাডিলেড থেকে

অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব ওভালে গিয়ে মনে হবে বাংলাদেশের কোনো বিশাল মাঠে বুঝি এসে গেছি! গতকাল দুপুরে সেখানে মিলনমেলাই বসেছিল বাংলাদেশিদের। অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে এসেছেন প্রবাসী বাংলাদেশিরা। তাঁদের মিলিয়েছে ক্রিকেট। একই শহরে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এ টুর্নামেন্ট নিয়েও তাঁদের আগ্রহের কমতি নেই।

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাঁরা বিভিন্ন দলে পেশাদার, আধা পেশাদার কিংবা শৌখিন ক্রিকেট খেলে থাকেন, তাঁদের নিয়ে গড়া হয়েছে আটটি রাজ্য দল। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, নিউ সাউথ ওয়েলস, নর্দার্ন টেরিটরি, কুইন্সল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ভিক্টোরিয়া আর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অংশগ্রহণে গতকাল অ্যাডিলেডে শুরু হয়েছে ‘অস্ট্রেলিয়া-ওয়াইড স্কোয়াড বাংলাদেশ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ’।

টুর্নামেন্টের উপদেষ্টা হিসেবে আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। গতকাল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে থাকতে ছুটে এসেছেন মেলবোর্ন থেকে। এ ধরনের টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে তিনি আনন্দিত। আর টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আনিস আহমেদ বললেন, ‘আমাদের লক্ষ্য ক্রিকেটের মাধ্যমে অস্ট্রেলিয়ার বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করা।’

গতকাল থেকে শুরু হওয়া স্কোয়াড বাংলাদেশ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে আগামীকাল। টুর্নামেন্টে বিজয়ী দলের কোনো প্রাইজমানি নেই। উল্টো অংশ নেওয়া খেলোয়াড়দেরই বহন করতে হচ্ছে অধিকাংশ খরচ। এতে অবশ্য কোনো আপত্তি নেই তাঁদের। ক্রিকেটের সৌজন্যে এই বিদেশবিভুঁইয়ে বাংলাদেশিরা মিলছে এক বিন্দুতে, এটাই অনেক বড় প্রাপ্তি মনে করছেন তাঁরা। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ