হোম > ছাপা সংস্করণ

দোছড়ি ইউপির সাবেক চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহসহ ১৬ জনের বিরুদ্ধে নারী নির্যাতন, অলংকার ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন এক নারী।

গত বুধবার বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অভিযোগ দেন বাদী। গতকাল শনিবার বাদীর আইনজীবী উবাথোয়াই মারমা বিষয়টি নিশ্চিত করেন। তবে মামলাটি ‘মিথ্যা’ ও ‘ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করেছেন বিবাদী হাবিব উল্লাহ।

এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী নিজের জায়গায় গাছের চারা লাগাতে গেলে সাবেক ইউপি চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা বাধা দেন। পরে তাঁরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ছাড়া গত ১৪ মে সকালে অপরিচিত কয়েকজন এসে মামলার বাদীকে জানান, তাঁর ভাই ও ছেলেকে দোছড়ি হইয়াতলি পাহাড়ের দিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে তিন বোনসহ বাদী ওই স্থানে গেলে সাবেক চেয়ারম্যান দলবলে ঘেরাও করে বাদীর শ্লীলতাহানি ছাড়াও মাথা থেঁতলে ও পা ভেঙে দেয়।

বাদীর আইনজীবী জানান, ঘটনার পর নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসা শেষে গত বুধবার বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলমকে তদন্তের নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক।

জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ বলেন, মামলার বাদী ও সাক্ষীরা পরস্পর যোগসাজশে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। মামলার বাদীর বিরুদ্ধে ইতিমধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা চলমান আছে।

মামলাটি ‘মিথ্যা’ দাবি করে হাবিবুল্লাহ আরও বলেন, ‘আমাকে ছাড়াও মামলায় আমার ছেলে, ভাতিজাসহ ঘনিষ্ঠ স্বজনদের আসামি করা হয়েছে, যা হাস্যকর।’

ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট বাচিং থুয়াই মারমা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত ট্যুরিস্ট পুলিশের ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ