হোম > ছাপা সংস্করণ

হাতির আক্রমণ ঠেকাতে কমিটি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বন্য হাতির আক্রমণ থেকে মানুষের জানমাল রক্ষায় চট্টগ্রামের কর্ণফুলীতে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) গঠন করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার বড়উঠান ইউনিয়নে ১২ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠিত হয়। তবে হাতিগুলো সরানোর উদ্যোগ না নিয়ে সাধারণ মানুষকে দিয়েই এই কমিটি করায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।

এর আগে গাউছিয়া তাহেরিয়া মাদ্রাসা মাঠে চট্টগ্রাম বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. ইসমাইল হোসেন, ফোরকান মিয়া, অজয় দে, স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ খান সুমন, সাবেক ইউপি সদস্য মুহাম্মদ মুছা, মু. জসিম উদ্দিন প্রমুখ।

তবে স্থানীয় বাসিন্দা মু. জসিম উদ্দিন বলেন, ‘হাতির আক্রমণে যাঁরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের দিয়ে এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করে দায় সেরে চলে গেছেন তাঁরা। এরাই তো প্রতি রাতে পাহারায় থাকেন। হাতিগুলো সরানোর উদ্যোগ না নিয়ে সাধারণ মানুষকেই তাঁরা পাহারায় রেখে গেছেন।’

তিনি আরও বলেন, ‘এখনো অনেক ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ পাননি, বিনা পারিশ্রমিকে কদিন পাহারা দেবেন তাঁরা?’

পটিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোছাম্মৎ রিতা আকতার জানান, ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্যদের কর্মশালায় ইআরটি গ্রুপকে হাতির জীবনযাত্রা, চলাফেরা ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ