হোম > ছাপা সংস্করণ

খুঁটি তুললেও সরানো হয়নি

ঘাটাইল প্রতিনিধি

ঘাটাইল উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মধ্যে বসানো বিদ্যুতের তিনটি খুঁটি মাটি খুঁড়ে তোলা হলেও এখনো স্টেডিয়াম থেকে সরানো হয়নি। গতকাল বৃহস্পতিবার স্টেডিয়ামের মধ্যে খুঁটিগুলো পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় বিদ্যুৎ বিভাগ গত সপ্তাহে খুঁটি তিনটি অপসারণ করে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার খাজারচালা এলাকায় ৪১ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়ে। গ্রামপর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে সরকার প্রতি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়। তারই অংশ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ ২০১৮ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে স্টেডিয়ামটি নির্মাণ করে।

কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্টেডিয়ামের মধ্যে বিদ্যুতের তিনটি খুঁটি বসায়। এর ফলে স্টেডিয়ামটি খেলার জন্য শুধু অনুপযোগী নয়, বরং ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরে স্থানীয় উপজেলা প্রশাসনের চাপে ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড খুঁটি তিনটি অপসারণ করে। কিন্তু খুঁটিগুলো স্টেডিয়ামের মধ্যেই পড়ে আছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঘাটাইল বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান বলেন, স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ লাইনের উন্নয়নকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে স্টেডিয়ামের খুঁটি তিনটি অপসারণ করা হয়েছে। দ্রুত এগুলো সরিয়ে নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ