যশোরের ঝিকরগাছায় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে আবু বক্কার নামের এক ইজিবাইক চালককে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার দিবাগত রাতে থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন তাঁর ভাই আক্তার চৌধুরী। ঘটনা ঘটেছে উপজেলার কলাগাছি গ্রামে।
লিখিত অভিযোগে কলাগাছি গ্রামের মিজু (৪৫), জিয়া (৪০) আনারের মেয়ে জামাই মোক্তারসহ সুজন, মনছের, সোহেল ও আলমের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আক্তার চৌধুরী উল্লেখ করেছেন, তাঁর বড় ভাই আবু বক্কার সিদ্দিকের সঙ্গে বিবাদীদের ইজিবাইকের ব্যাটারি সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। এই ঘটনা নিয়ে অভিযুক্ত ব্যক্তিরা অস্ত্রশস্ত্র নিয়ে সোমবার বিকেলে বাড়িতে হামলা চালান। পরে আবু বক্কারকে তুলে নিয়ে যান।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।