হোম > ছাপা সংস্করণ

১৭ সিবিএ নেতার দুর্নীতি অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমানের সিবিএর ১৭ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে আবারও অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী আট মাসের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এই অনুসন্ধান করতে বলা হয়েছে। এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে গতকাল রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই রায় দেন।

ওই ১৭ সিবিএ নেতার মধ্যে রয়েছেন মসিকুর রহমান, আজাহারুল ইমাম মজুমদার, আনোয়ার হোসেন, ইউনুস খান, মনতাসার রহমান, রুবেল চৌধুরী, রফিকুল আলম, আবুল কালাম, আতিকুর রহমান, হারুনর রশিদ, আবদুল বারি, ফিরোজুল ইসলাম, আবদুস সোবহান, গোলাম কায়সার আহমেদ, আবদুল জব্বার ও আবদুল আজিজ।

ওই নেতাদের দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের জন্য দুদক ২০১২ সালে তাঁদের হাজির হতে নোটিশ দিয়েছিল। কিন্তু তাঁরা হাজির হননি। তবে দুদকের পক্ষে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ২০১৪ সালে রিট করে। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন।

রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘দুদক জানিয়েছিল অনুসন্ধানে কিছু পাওয়া যায়নি। সেটিকে আমরা আদালতে চ্যালেঞ্জ করেছিলাম। আদালত বলেছেন, ১৭ নেতার বিষয়ে এর আগে দুদক যে অনুসন্ধান করেছে, সেটা সঠিক হয়নি। সে কারণে আদালত আগামী আট মাসের মধ্যে নতুন করে তাঁদের বিরুদ্ধে অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ