শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম বিতর্ক বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত ১৮তম এসইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পদার্থবিজ্ঞান বিভাগের ‘দ্য কোয়ান্টাম প্লাটোর্স’।
গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। আন্তঃবিভাগ এ বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ১৫টি দল অংশ নেয়।
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘দ্য ট্রুসিডোস’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পদার্থবিজ্ঞান বিভাগের ‘দ্য কোয়ান্টাম প্লাটোর্স’ দল। বিজয়ী দলের মেহরাব শাদাত শ্রেষ্ঠ বক্তা হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. জায়েদা শারমিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, প্রক্টর ড. আলমগীর কবীর, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোহাম্মদ সামিউল ইসলাম।