অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক ওই যুবকের নাম আবুল হোসেন (৩২)। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ গান্ধাই গ্রামের মৃত হাসিদ আলীর ছেলে। গত রোববার দুপুরে বিএসএফ তাঁকে আসাম রাজ্যের কমিরগঞ্জ জেলার পাথারকান্দি থানায় সোপর্দ করে। ভারতের আসামের কয়েকটি গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
ভারতের আসাম রাজ্যের গণমাধ্যম সূত্রে জানা গেছে, আবুল হোসেনসহ তি বাংলাদেশি যুবক গত শুক্রবার রাতে আসাম রাজ্যের কমিরগঞ্জ জেলার পাথারকান্দির সোনাতোলা (বড়লেখার বোবারথল) সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সোনাতোলা ক্যাম্পের সদস্যরা ধাওয়া দিয়ে আবুল হোসেনকে আটক করে। তবে তাঁর সঙ্গে থাকা বাকি দুজন পালিয়ে যান। শুক্রবার বিকেলে বিএসএফ তাঁকে পাথারকান্দি থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
পাথারকান্দি পুলিশের জিজ্ঞাসাবাদে আটক আবুল জানিয়েছেন, মহিষ পাচার করতে কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশ করে তাঁরা।