হোম > ছাপা সংস্করণ

চেয়ারম্যান হলেন সেই যুবলীগ নেতা

ভোলা প্রতিনিধি

কাফনের কাপড় পরে ভোটের মাঠে প্রচার চালিয়ে আলোচিত আলাউদ্দিন সরদার বিজয়ী হয়েছেন। গত রোববার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয় পান ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বহিষ্কৃত যুবলীগ নেতা আলাউদ্দিন। তাঁর কাছে ধরাশায়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাগর হাওলাদার।

ভোটের ফলাফল ঘোষণার পর জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুবলীগ নেতা আলাউদ্দিন সরদার চশমা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৯৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগর হাওলাদার নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৭০ ভোট।

আলাউদ্দিন সরদার বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র সহসভাপতি হয়েও দলীয় মনোনয়ন পাননি। এতে রাগে-ক্ষোভে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে ভোটের মাঠে লড়াই করেন। এতে অনেক হুমকি-ধমকির মুখে পড়তে হয়। একপর্যায়ে কাফনের কাপড় পরে ভোটের পচার শুরু করেন। নির্বাচন থেকে তাঁকে নিবৃত্ত করতে না পেরে শেষ পর্যন্ত দল থেকে বহিষ্কার করে যুবলীগ।

এ ছাড়া কুতুবা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নাজমুল আহসান জোবায়েদ মিয়া, বড় মানিকা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত জসিম উদ্দিন হায়দার, হাসান নগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আবেদ চৌধুরী, কাচিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আব্দুর রব কাজী, দেউলা ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) অ্যাডভোকেট একেএম আসাদুজ্জামান বাবুল ও টগবী ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ