নান্দাইলে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নান্দাইল চৌরাস্তায় মাসুম এন্টারপ্রাইজে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। পরে দ্বিবার্ষিক কমিটির পরিচিতি ও পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
নিসচার নান্দাইল শাখার সভাপতি আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ফয়সাল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েল। বিশেষ অতিথি ছিলেন নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ‘নিরাপদ সড়কের আন্দোলন আমাদের সবার। আমরা সচেতন হলে সড়ক নিরাপদ হবে। সরকার নিরাপদ সড়ক নিশ্চিতে কাজ করছে।’