হোম > ছাপা সংস্করণ

সরাসরি জাহাজ চলাচলে সম্মত বাংলাদেশ-মালদ্বীপ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ থেকে ডাক্তার ও বিশেষজ্ঞ পেশাজীবী নিয়োগ দিতে চায় মালদ্বীপ। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করতে চায়। এ উদ্দেশ্যে দুই দেশের মধ্যে সরাসরি মালবাহী জাহাজ চলাচলে একমত হয়েছে ঢাকা-মালে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, সোমবার রাতে বাংলাদেশ সফররত মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিমের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর করতে প্রতিশ্রুতি দেওয়া হয়।

বৈঠকে দুই নেতাই দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও তাঁরা আলোচনা করেছেন।

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চট্টগ্রাম ও মালে বন্দরে সরাসরি জাহাজ চলাচলের বিষয়ে বৈঠকে একমত হয়েছেন ফয়সাল নাসিম ও এ কে আব্দুল মোমেন। মালদ্বীপে চিকিৎসাশিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেবে বাংলাদেশ। তা ছাড়া, দুই দেশের ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্যের নানা দিক নিয়ে কাজ করতে তাঁরা সম্মত হয়েছেন।

প্রসঙ্গত, তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিম। গত সোমবার সকালে তিনি ঢাকায় পৌঁছান। মালদ্বীপের উপরাষ্ট্রপতির সফরসঙ্গী হয়েছেন দেশটির দুই মন্ত্রী ও পররাষ্ট্রসচিব।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ