সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনি দাখিল মাদ্রাসার সুপার সিরাজুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা সেতুর পরিচালক ও মাদ্রাসাটির সাবেক সভাপতি মো. আবুল হোসেন জানান, আমি শিরাশুনি দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে দুই দফায় গত পয়লা এপ্রিল ২০১৩ সাল পর্যন্ত দায়িত্বে ছিলাম। এর পর থেকে গত আট বছর যাবৎ আমি ওই মাদ্রাসার সভাপতি নই। এমনকি এই দীর্ঘ সময়কালের মধ্যে কোনো পূর্ণাঙ্গ কমিটি গঠনও করা হয়নি। তা সত্ত্বেও মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম বারবার ভুয়া কমিটি দেখিয়ে একটি ভুয়া কমিটি তৈরি করে মাদ্রাসার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে মাদ্রাসা সুপার সিরাজুল ইসলাম জানান, মো. আবুল হোসেন এখনো মাদ্রাসার সভাপতি আছেন। না থাকলে তিনি কীভাবে স্বাক্ষর করেন। এ ছাড়া তাঁর কথা মতো নিয়োগ না দেওয়ার কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান জানান, আমি অসুস্থতার কারণে নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলাম না। এ ছাড়া মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে।