হোম > ছাপা সংস্করণ

নতুন বিজ্ঞাপনে জায়েদ খান, ঈদে আসছে সোনার চর

ঢাকাই শোবিজ ইন্ডাস্ট্রির আলোচিত ও সমালোচিত নাম জায়েদ খান। তাঁকে নিয়ে চর্চার শেষ নেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত। কখনো ঘড়ি, টি-শার্ট, ব্লেজারের দাম ও ব্র্যান্ড জানিয়ে, কখনো আবার স্টেজে ডিগবাজি দিয়ে ভাইরাল এই অভিনেতা। ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় থাকলেও জায়েদ জানিয়েছিলেন এখন থেকে কাজে মনোযোগ দিতে চান তিনি। সেই কথামতো আগামী রোজার ঈদে ‘সোনার চর’ সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন জায়েদ। গতকাল সোনার চর সিনেমার পোস্টার ও ট্রেলার উন্মোচন করা হয় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। সে অনুষ্ঠানেই নির্মাতা জানান, আগামী রোজার ঈদে মুক্তি পাবে সোনার চর।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তাঁর কন্যা শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে সোনার চর। পরিচালনা করেছেন জাহিদ হোসেন। এতে জায়েদ খানকে দেখা যাবে বীর মুক্তিযোদ্ধার চরিত্রে। জায়েদ খান বলেন, ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেওয়া সিনেমা হচ্ছে সোনার চর। চরিত্রের প্রয়োজনে চুল কাটিনি প্রায় দুই বছর। শীতের সময় সাঁতার কেটে নদী পার হয়েছি। “অন্তর জ্বালা”র পর নতুন জায়েদকে দেখতে পাবেন দর্শক। নিজেকে ভেঙেছি, গড়েছি। কতটুকু করতে পেরেছি সেটা বলবে দর্শক।’

এতে আরও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। প্রযোজনা করেছেন জাহাঙ্গীর সিকদার।

এদিকে সিনেমার পাশাপাশি আবার বিজ্ঞাপনে কাজ শুরু করেছেন জায়েদ খান। ক্যারিয়ারের শুরুটা বিজ্ঞাপনের মডেল হিসেবে হলেও সিনেমায় আসার পর আর বিজ্ঞাপন করা হয়নি তাঁর। বিরতি কাটিয়ে চলতি মাসের শুরুতে দীর্ঘদিন পর প্রচারে এসেছিল এই অভিনেতার নতুন ওভিসি। এবার নতুন আরও এক বিজ্ঞাপনে মডেল হলেন জায়েদ খান। অনন্য মামুনের পরিচালনায় এই বিজ্ঞাপনচিত্রে জায়েদের সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা জলি।

নতুন বউয়ের প্রথম পছন্দ কক্সবাজার। তাই বাধ্য বরের মতো জায়েদ খান জলিকে নিয়ে ছুটলেন বিশ্বের দীর্ঘতম নিরবচ্ছিন্ন সমদ্রসৈকতে। নতুন বউকে নিয়ে উঠলেন আন্তর্জাতিক মানের এক হোটেলে। এমনই চিত্রনাট্যে একটি পাঁচতারকা হোটেলের বিজ্ঞাপনের শুটিং হলো ২২ ফেব্রুয়ারি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে। টানা তিন দিন এই বিজ্ঞাপনের শুটিং করেছেন জায়েদ-জলি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ