নানা আয়োজন ৯ ডিসেম্বর গফরগাঁও মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে তাড়িয়ে করে গফরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষ বিজয় আনন্দে মেতে ওঠে।
গফরগাঁওয়ের সর্বস্তরের মানুষ বিজয়ের এই দিনটিকে গফরগাঁও মুক্ত দিবস হিসেবে পালন করেন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবারও নানা আয়োজন করা হয়।
গফরগাঁওয় উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গতকাল সকালে বিজয় শোভাযাত্রা বের করা হয়।
এ ছাড়া লঞ্চঘাটা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও বিকেলে আলোচনা সভার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে দিবসটি উদ্যাপন করে।